Filters

শেখ ফজলল করিম

শেখ ফজলল করিম (১৮৮৩-১৯৩৬) বিশ শতকের প্রথম পর্যায়ের এক বিশিষ্ট গদ্যলেখক ও কবি। জন্ম রংপুরের কাকিনা গ্রামে। এই গ্রামেই তিনি লালিতপালিত হন এবং এই গ্রামই তাঁর সারাজীবনের স্থায়ী ঠিকানা। তাঁর পিতা আমীনউল্লা সরদার কাকিনার জমিদারী এস্টেটের কর্মচারী ছিলেন। এস্টেটের কাজ আর ব্যক্তিগত ব্যবসায় বুদ্ধি মিলিয়ে আমীনউল্লা সংসারের যে শ্রীবৃদ্ধি সাধন করলেন তার উত্তরাধিকার বর্তাল তাঁর সন্তানদের ওপরে। শেখ ফজলল করিম আমীনউল্লা ও কোকিলা বিবির দ্বিতীয় সন্তান। তাঁর স্ত্রীর নাম বসিরন নেসা। শেখ ফজলল করিম ও বসিরন বেগমের দুই পুত্র সন্তানের মধ্যে প্রথম জন জন্মের পরপরই মারা যায়। শেখ ফজলল করিমের জীবনকাল মাত্র চুয়ান্ন বছরের। ১৯৩৬ খ্রিস্টাব্দে ঐ কাকিনাতেই তাঁর মৃত্যু হয়।