Filters

শ্যামলী ঘোষ

শ্যামলী ঘোষ (পিএইচডি) কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করার পর জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজে যোগ দেন। এখান থেকে অবসর গ্রহণের পর তিনি নয়াদিল্লিস্থ ইন্ডিয়ান কাউন্সিল অব সোস্যাল সায়েন্স রিসার্চের সিনিয়র ফেলো, নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে অবস্থিত সেন্টার ফর কনটেমপোরারি এশিয়ান স্টাডিজের অ্যাফিলিয়েট ফেলো এবং ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস-এর ভিজিটিং স্কলার রূপে কর্মরত আছেন। তিনি সম্প্রতি বাংলাদেশ-চীন সম্পর্কের ওপর একটি গবেষণা প্রায় চূড়ান্ত করেছেন।