Filters

বিপ্রদাশ বড়ুয়া

বিপ্রদাশ বড়ুয়ার জন্ম ২ আশ্বিন ১৮৭২ শতাব্দ (২০ সেপ্টেম্বর ১৯৪০) চট্টগ্রামে। পড়াশোনা চট্টগ্রাম, রাঙামাটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সমকালীন ও চিরায়ত বিচিত্র বিষয় নিয়ে গল্পের ভুবন নির্মাণ করেন, উপন্যাস রচনা করেন বড়-ছোট সবার জন্য। অসচরাচর বিষয় নিয়ে লেখা গল্পগুলো প্রবাদতুল্য প্রসিদ্ধি পেয়েছে। মুক্তিযুদ্ধ-বিষয়ক গল্প লিখেছেন প্রায় শতাধিক। প্রথম উপন্যাস অচেনা (১৯৭৫), প্রথম গল্পবই সাদা কফিন (১৯৮৪) বড় ও ছোটদের উপন্যাস ১৬টি, গল্পবই ৪৪টি। ১৯৯২ সালে বাংলা একাডেমী, ১৪১১ সনে বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার ও তিনবার অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন।