Filters

মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র

মঈদুল হাসান জন্ম বগুড়ায়, ২৯ জুলাই ১৯৩৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী থাকাকালীন তখনকার জনপ্রিয় পত্রিকা দৈনিক ইত্তেফাক—এর সম্পাদকীয়তে লেখালেখি শুরু করেন। তাঁর লেখায় ছিল পূর্ববাংলার অর্থনৈতিক ও রাজনৈতিক ধারার গভীর পর্যবেক্ষণ। একাত্তর সালে প্রবাসী মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সবচেয়ে নির্ভরযোগ্য, জনপ্রিয় ও কালজয়ী বই মূলধারা ’৭১ (ইউপিএল, ১৯৮৬) এবং উপধারা একাত্তর:মার্চ—এপ্রিল (প্রথমা, ২০১৫)—এর লেখক।