হুমায়ূন মালিক (জন্ম ১৯৫৭) আশির দশক থেকে দেশের জাতীয় ও আঞ্চলিক পত্র-পত্রিকা, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন লিট্ল ম্যাগাজিনে নিয়মিত গল্প লিখে আসছেন। দেশের উল্লেখযোগ্য গল্পসংগ্রহে তাঁর গল্প অন্তর্ভুক্ত হয়েছে। বাংলা একাডেমী থেকে প্রকাশিত বাংলাদেশের ছোটগল্প: আশির দশক (১৯৯৩)-এ তাঁর গল্প সংকলিত হয়েছে। বাংলাদেশ কথাশিল্পী সংসদের বর্ষভিত্তিক নির্বাচিত গল্পসংকলন বাংলাদেশের ছোটগল্প ১৯৮৮, বাংলাদেশের ছোটগল্প ১৯৯০, বাংলাদেশের ছোটগল্প ১৯৯৫ এবং ইউপিএল নির্বাচিত বাংলাদেশের ছোটগল্প ১৯৯৯, ইউপিএল নির্বাচিত বাংলাদেশের ছোটগল্প ২০০০, ইউপিএল নির্বাচিত বাংলাদেশের ছোটগল্প ২০০১-এ তাঁর গল্প অন্তর্ভুক্ত হয়েছে। ছোটগল্পের জন্য তিনি ২০০২ সালের আজকের কাগজ সাহিত্য পুরস্কার পেয়েছেন। হুমায়ূন মালিক বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের আওতায় ‘জিয়া স্মৃতি জাদুঘর’-এর নির্বাহী প্রধানের দায়িত্ব পালন করছেন।