সালাহ্উদ্দীন আহ্মদ (এ এফ সালাহ্উদ্দীন আহ্মদ) এর জন্ম ১৯২৪ সালে ফরিদপুর শহরে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে এ এম , এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি ডিগ্রী লাভ করে। শিক্ষক হিসেবে তাঁর জীবন শুরু হয় ১৯৪৮ সালে ঢাকা জগন্নাথ কলেজের ইতিহাসের প্রভাষক হিসেবে। পরে দীর্ঘকাল তিনি রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সমূহে ইতিহাসের অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। ১৯৫৬ সালে তিনি জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ে ইউনেস্কো ফেলো হিসেবে আধুনিক জাপানের ইতিহাস ও সংস্কৃতির ওপর পড়াশোনা ও গবেষণা করেন। ১৯৬৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ও শিকাগো বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ এশিয়ার ভিজিটিং লেকচারার হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ - এ জাতীয় সংস্কৃতি ও উত্তরাধিকার (ন্যাশনাল কালচার এন্ড হেরিটেজ) এর অধ্যাপক হিসেবে কর্মরত। অধ্যাপক সালাহ্উদ্দীন আহ্মদকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার কতৃক ১৯৯১ সালে একুশে পদক এবং ১৯৯৯ সালে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হচ্ছে 'Social Ideas and Social Changes in Bengal 1818-1835; Bangladesh: Tradition and Transformation; Bengali Nationalism and the Emergence of Bangladesh; বাঙ্গালীর সাধনা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ; বাংলাদেশ: জাতীয়তাবাদ, স্বাধীনতা, গণতন্ত্র; ইতিহাসের সন্ধানে; বাংলাদেশ: অতীত, বর্তমান, ভবিষ্যত।