রিজওয়ানুল ইসলাম

রিজওয়ানুল ইসলাম (জন্ম: ১৯৪৯) একজন লব্ধপ্রতিষ্ঠ অর্থনীতিবিদ ও আইএলও'র এমপ্লয়মেন্ট সেক্টরের প্রাক্তন বিশেষ উপদেষ্টা। তিনি আইএলও' র বিভিন্ন বিভাগে পরিচালক পর্যায়ে কর্মরত ছিলেন। অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে।

ড. ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী এবং অর্থনীতিতে নোবেল বিজয়ী অধ্যাপক অমর্ত্য সেনের তত্ত্বাবধানে লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। শিক্ষাজীবনে তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর- সকল স্তরে প্রথম স্থান অর্জন করার বিরল কৃতিত্বের অধিকারী।

ড. ইসলামের গবেষণার বিষয় প্রধানত উন্নয়ন অর্থনীতি। তিনি বিশেষ করে আলোকপাত করেছেন কর্মসংস্থান, দারিদ্র্য ও অর্থনৈতিক সংকটের মত বিষয়গুলিকে। তাঁর রচিত (একক ও যুগ্মভাবে এবং সংকলিত) বইয়ের সংখ্যা ১৪ এবং বিশ্বের প্রথম শ্রেণীর গেবষণামূলক সাময়িকীসমূহে এবং বিভিন্ন গ্রন্থে প্রকাশিত গবেষণামূলক রচনার সংখ্যা ৪৩ টি।

তাঁর লিখিত বই উন্নয়নের অর্থনীতি (ইউপিএল), সম্পাদিত অতিসাম্প্রতিক বই ফাইটিং পভার্টি: দি ডেভেলপমেন্ট-এমপ্লয়মেন্ট লিঙ্ক (লিন রেইনার পাবলিশার্স) এবং যুগ্মভাবে সম্পাদিত বই ইস্ট এশিয়ান লেবার মার্কেটস এন্ড দি ইকনমিক ক্রাইসিস: ইমপ্যাক্টস, রেসপনসেস এন্ড লেসনস (ওয়ার্ল্ড ব্যাংক ও আইএলও) সুধী সমাজে অত্যন্ত সমাদৃত হয়েছে। তিনি বাংলাদেশের প্রথম সারির দৈনিক পত্রিকায় অর্থনীতি, কর্মসংস্থান এবং শ্রম বাজার বিষয়ে কলাম লিখেন।

 

 

Contact Us

The University Press Limited 74/B/1, Green Road RH Home Center 2nd Floor, Suit# 224-239 Farmgate, Dhaka-1215.(Next to Asia Pacific University, Opposite Green Supermarket).
Helpline (+8802) 44815288 (+8802) 44815289
Fax (+8802) 57160710