রফিকুল ইসলাম

বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ এবং মননশীল সাহিত্যিক অধ্যাপক রফিকুল ইসলাম ১৯৫১ থেকে ২০০০ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাাস এলাকায় বসবাস করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর ছাত্র ও শিক্ষকতা জীবন অর্ধ্বশতাব্দীকালে বি¯তৃত। এই সময় ঘটে যাওয়া বিভিন্ন ঐতিহাসিক ঘটনার তিনি প্রত্যক্ষদর্শী বা অংশগ্রহণকারী। ১৯৪৭ সালে দেশ বিভাগ, ১৯৪৮ ও ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলন থেকে শুরু কওে ১৯৬৯ সালের গণঅভ্যূত্থন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও প্রত্যক্ষ সাক্ষী তিনি। বাঙালির জাগরণ ও মুক্তি সংগ্রামের প্রথম পর্যায় ভাষা ও সংস্কৃতিক আন্দোলনের ইতিহাস, ’বাংলা ভাষা’ সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলন’ গ্রন্থটিতে তিনি বস্তনিষ্ঠভাবে সংক্ষেপে তুলে ধরেছেন। সঙ্গে তাঁরই তোলা কিছূ ঐতিহাসিক আলোকচিত্রের সংযোজনা গ্রন্থটির গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি করেছে।

Contact Us

The University Press Limited 74/B/1, Green Road RH Home Center 2nd Floor, Suit# 224-239 Farmgate, Dhaka-1215.(Next to Asia Pacific University, Opposite Green Supermarket).
Helpline (+8802) 44815288 (+8802) 44815289
Fax (+8802) 57160710