মুহাম্মদ হাবিবুর রহমান

মুহাম্মদ হাবিবুর রহমান প্রেসিডেন্সী কলেজ, রাজশাহী কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। লন্ডনের লিঙ্কন্‌স্‌ ইন থেকে ১৯৫৯ সালে তিনি ব্যারিস্টার হন। বিভিন্ন সময়ে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও আইন বিভাগে অধ্যাপনা করেন। ১৯৬৪ সালে তিনি ঢাকা হাইকোর্ট বারে যোগদান করেন। ১৯৯৫ সালে বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হন। তিনি ১৯৯৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। জনাব রহমান ১৯৮৪ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন। তিনি বাংলা একাডেমী ও এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ-এর একজন ফেলো। তিনি লিঙ্কন্‌স্‌ ইন-এর অনারারি বেঞ্চার এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উরস্টার কলেজের অনারারি ফেলো। এ পর্যন্ত প্রকাশিত তাঁর গ্রন্থের সংখ্যা ৩১। এর মধ্যে রবীন্দ্রবিষয়ক গ্রন্থঃ মাতৃভাষার সপক্ষে রবীন্দ্রনাথ, রবীন্দ্রপ্রবন্ধে সংজ্ঞা ও পার্থক্য বিচার, রবীন্দ্র-রচনার রবীন্দ্র ব্যাখ্যা, রবীন্দ্রবাক্যে আর্ট সংগীত ও সাহিত্য এবং কবি, তুমি নহ গুরুদেব। ইউপিএল প্রকাশিত লেখকের অন্যান্য গ্রন্থ: যথাশব্দ: বাংলা ভাষার প্রথম ভাব-অভিধান (১৯৯৩), আমরা কি যাব না তাদের কাছে যারা শুধু বাংলায় কথা বলে (১৯৯৭) এবং On Rights and Remedies: A Collection of Opinions (১৯৯৭)।

Contact Us

The University Press Limited 74/B/1, Green Road RH Home Center 2nd Floor, Suit# 224-239 Farmgate, Dhaka-1215.(Next to Asia Pacific University, Opposite Green Supermarket).
Helpline (+8802) 44815288 (+8802) 44815289
Fax (+8802) 57160710