মার্ক টোয়েনের আসল নাম ছিল স্যামুয়েল লাঙহর্ন ক্লিমেন্স। তাঁর জন্ম ১৮৩৫ সালের ৩০শে নভেম্বর। শৈশবস্থায় বাবাকে হারান এবং দারিদ্র্যের কারণে মাত্র এগার বছর বয়সে ছাপাখানার কাজে যোগ দেন। জীবনে যেমন অনেক পেশা গ্রহণ করেছেন, টো টো করে ঘুরে বেড়িয়েছেনও তেমনি। কিন্তু লেখার কাজ ছাড়েননি। তাঁর লেখার প্রায় সকল উপাদান নিজের জীবন থেকে নেয়া। মার্ক টোয়েন ১৯১০ সালের ২১শে এপ্রিল ৭৪ বছর বয়সে পরলোকগমন করেন।