মদনজিৎ সিং

মদনজিৎ সিং-এর জন্ম ১৯২৪ সালের ১৬ই এপ্রিল অধুনা পাকিস্তানের লাহোরে। তিনি একজন সুপরিচিত চিত্রশিল্পী, বিশিষ্ট আলোকচিত্রী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক। শিল্পকলা ও অন্যান্য বিষয়ে তাঁর অনেকগুলি বই রয়েছে। তাঁর রচিত সকল বইতে ইউনেস্কোর কর্মসূচি, নীতি ও আদর্শ গভীরভাবে প্রতিফলিত হয়েছে। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ১৯৪২ সালে মহাত্মা গান্ধীর ‘ভারত ছাড়ো’ আন্দোলনের সময়ে মদনজিৎ সিং কারারুদ্ধ হন। ১৯৪৭ সালে তিনি সদ্য ভাগ হওয়া ভারতে চলে আসেন এবং একটি উদ্বাস্তু শিবিরে কাজ করেন। ১৯৫০ সালে ইটালীয় স্কলারশীপ লাভ করেন, ১৯৫৩ সালে ইণ্ডিয়ান ফ্রেন সার্ভিসে যোগ দেন। ১৯৮২ সালে প্যারিসে ইউনেস্কোতে যোগদান করার পূর্বে তিনি ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে এশিয়া, সাউথ আমেরিকা, আফ্রিকা ও ইউরোপে নিযুক্ত ছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির জন্য তাঁর জীবনব্যাপী কর্ম-প্রয়াসের সম্মানে দ্বিবার্ষিক ‘ইউনেস্কো-মদনজিৎ সিং প্রাইজ ফর দ্য প্রোমশন অফ টলারেন্স অ্যান্ড ন্ন-ভায়োলেন্স’ পুরস্কার প্রবর্তন করা হয়। এই সিদ্ধান্তটি মহাত্মা গান্ধীর ১২৫-তম জন্মবার্ষিকীকে বৈশিষ্ট্যমণ্ডিত করে তোলার জন্য ইউনেস্কো’র ৫২ সদস্যবিশিষ্ট ইউনেস্কো এক্সিকিউটিভ বোর্ডের সদস্যবর্গ প্যারিস ও ফেজ-এ অনুষ্ঠিত (১৬ মে - ৪ জুন,১৯৯৫) বৈঠকে সর্বসম্মতিক্রমে গ্রহণ করে। ২০০০ সালের ১৬ই নভেম্বর জাতিসংঘের আন্তর্জাতিক সহিষ্ণুতা দিবস উপলক্ষে মদনজিৎ সিং-কে ইউনেস্কোর শুভেচ্ছা-দূত নিযুক্ত করা হয়।

Contact Us

The University Press Limited 74/B/1, Green Road RH Home Center 2nd Floor, Suit# 224-239 Farmgate, Dhaka-1215.(Next to Asia Pacific University, Opposite Green Supermarket).
Helpline (+8802) 44815288 (+8802) 44815289
Fax (+8802) 57160710