ভেলাম ভান সেন্দেল বাংলাদেশের ইতিহাস, সমাজতত্ত্ব নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। তিনি নেদারল্যান্ডস-এর আমাস্টারডাম বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ইতিহাস বিষয়ের অধ্যাপক। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ: Peasant Mobility : The Odds of Life in Rural Bangladesh, Francis Buchanan in Southeast Bengal (1798). (ed.), Reviving a Rural Industry: Silk Producers and Officials in India and Bangladesh 1880s to 1980s..., The Chhittagong Hill Tracts: Living in a Borderland.