জেসন পিৎযরেলো নাট্যকার ও নির্দেশক। শিশু কিশোরদের উপযোগী তাঁর তিরিশটির বেশি নাটক প্রকাশিত ও মঞ্চস্থ হয়েছে, অনূদিত হয়েছে অনেকগুলো ভাষায়। লুইস ক্যারলের দুটি অমর সৃষ্টি Alic's Adventures in Wonderland এবং Through the Looking-glasss অবলম্বনে আজব দেশে অ্যালিস- এর বর্তমান নাট্যরূপটি রচনা করেছেন জেসন পিৎযরেলো।