জালাল উদ্দীন আহমদ

জালাল উদ্দীন আহমদ জন্ম ১৯০৮ সালে, ফেনী জেলায়। ব্রিটিশ শাসনামলে তিনি ছিলেন তাঁর গ্রাম জগৎপুরের প্রথম স্নাতক। ১৯৩০-এর দশকের শেষ দিকে তিনি দাগনভূঞার আতাতুর্ক হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। ১৯৫০-এর দশকের সূচনা পর্যন্ত এখানেই জালাল উদ্দীন আহমদ তাঁর পেশাগত জীবনের প্রায় অর্ধেক সময় কাটিয়েছেন, স্কুলটিকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন, আর এমন সব শিক্ষার্থী লালন ও প্রতিপালন করেছেন যারা শিক্ষা-দীক্ষা ও ক্রীড়াক্ষেত্রে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। পেশাগত জীবনের দ্বিতীয়ার্ধে ১৯৫০ ও ১৯৬০-এর দশকে তিনি ক্লান্তিহীনভাবে যুদ্ধবিধ্বস্ত ফেনী হাইস্কুলকে পূর্ববঙ্গের অন্যতম সেরা বিদ্যাপীঠ ফেনী (সরকারি) পাইলট উচ্চবিদ্যালয়ে রূপান্তরিত করেছিলেন। এর মাধ্যমে তিনি নিজে, তাঁর বিদ্যালয় ও ছাত্ররা জাতীয় পর্যায়ে অসংখ্য সাফল্য ও স্বীকৃতি পেয়েছিলেন।  

 

Contact Us

The University Press Limited 74/B/1, Green Road RH Home Center 2nd Floor, Suit# 224-239 Farmgate, Dhaka-1215.(Next to Asia Pacific University, Opposite Green Supermarket).
Helpline (+8802) 44815288 (+8802) 44815289
Fax (+8802) 57160710