এম. ইদ্রিস আলী (জন্ম ১৯৪৫) পাকিস্তান সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসে ১৯৭০ সালে যোগদান করেন এবং বাংলাদেশ সরকারের একজন সচিবরূপে ২০০২ সালে অবসরগ্রহণ করেন। তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি ৯ম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে সমসাময়িক ইতিহাসে এম.এ. এবং ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের দ্য আমেরিকান ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস-এ এম.এস. ডিগ্রি অর্জন করেন। ‘ইসরায়েলের পুত্রগণ’ তাঁর প্রথম গ্রন্থ।