ডিবাটিং ক্লাব অব দা ল্যাবরেটরিয়ানসের সাবেক সভাপতি এফ এইচ ইয়াসিন শাফি কলেজ জীবনে বিতর্ক করেছেন ঢাকা কলেজের হয়ে এবং বিশ্ববিদ্যালয়ে বিতর্ক করেছেন গ্রুপ অব ডিবেটার্সের হয়ে। বাংলা ও ইংরেজি বিতর্কে একই সাথে পারদর্শিতা দেখানো ইয়াসিন শাফির উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে নটরডেম কলেজ ডিবেটার্স লীগ, আই ইউ টি প্রফেশনালস ২.০ এবং বিইউপি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৬ এর চ্যাম্পিয়নশিপ। বর্তমানে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ) প্রভাষক হিসেবে নিয়োজিত আছেন।