আবদুস সেলিম

আবদুস সেলিম জন্ম ১৯৪৫। শিক্ষাবিদ, অনুবাদক, নাট্যসমালোচক, এবং নাট্যকার। ইংরেজী সাহিত্য/ভাষাতত্ব নিয়ে পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের এক্সিটার এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে। তাঁর প্রথম অনুবাদগ্রন্থ বেরটোলড ব্রেশট রচিত নাটক The Life of Galileo Galilei-র বাংলা অনুবাদ গ্যালিলিও প্রকাশিত হয় ১৯৭৫ সালে, এটি বাংলাদেশে অন্যতম দর্শক-নন্দিত মঞ্চনাটক। বাংলাদেশের ষাট দশকের প্রধান কবিদের কবিতার ইংরেজী অনুবাদ Selected Poems from Bangladesh আবদুস সেলিমের আর একটি উল্লেখযোগ্য অনুবাদ কর্ম। তাঁর অন্যান্য প্রকাশিত গ্রন্থের মাঝে আছেঃ বেরটোলড  ব্রেশট-এর ছত্রিশটির কবিতার অনুবাদ কবিতা, তিন খন্ডে প্রকাশিত ঊনিশটি নাটকের সংকলন অনুবাদ নাটক সমগ্র, Violated in 1971; আবদুস সেলিমের ইংরেজী অনুবাদে Binodini ইয়েল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত। নাটক ও অনুবাদ সাহিত্যে বিশেষ অনুদানের জন্য ২০১০ সালে শহীদ মুনির চৌধুরী পদক, ২০১৫ সালে বাংলা একাডেমি পদক এবং ২০১৯ সালে লোকনাট্যদল স্বর্ণপদকে ভূষিত হন। 

Contact Us

The University Press Limited 74/B/1, Green Road RH Home Center 2nd Floor, Suit# 224-239 Farmgate, Dhaka-1215.(Next to Asia Pacific University, Opposite Green Supermarket).
Helpline (+8802) 44815288 (+8802) 44815289
Fax (+8802) 57160710